এ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য একটি ভাল ক্যারিয়ার বয়ে আনতে পারে তা কখনো কি ভেবে দেখে
ছেন । হ্যাঁ এমন দিন আসছে যে সময় টা প্রতি টি মানুষ ঘরে বসে এ্যাফিলিয়েট মার্কেটিং করবে ।কথাটি
শুনে অবাক হচেছন।আপনার জন্য এ্যাফিলিয়েট মার্কেটিং সাফল্য বয়ে আনবে ।কিনা ? তার সস্পর্কে
এখন আমি যে কথাটি লিখতে চলেছি। তা যদি আপনা সাথে মিলে যায়,তবে আপনি একজন ভাল
এ্যাফিলিয়েট মার্কেটর হতে পারবেন ।
আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং করার ১০ টি কারন
এ্যাফিলিয়েট মার্কেটিং আপনার জন্য:
1. আমার একটি কম্পিউটার আছে এটি আমার মন মত ,এতে আমি কাজ করে আনন্দ পায় ।
2. আমার বাড়িতে ইন্টারনেট লাইন আছে ।
3. আমার বাড়িতে কাজ করার জন্য আলাদা জায়গা আছে । যেখানে আমি কাজ করে আনন্দ পায়।
আমাকে কেও সমস্যা করে না ।
4. আমি স্বপ্ন দেখতে পছন্দ করি ,আমার স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি অনেক পরিশ্রম করতে পারি
আরো জানুন: একজন সফল অ্যাফিলিয়েট মার্কেটার হতে চান যা করতে হবে ?
5. আমি বাংলা ভাষায় ভাল কথা বলতে পারি এবং বাংলা ভাষায় ভাল কন্টেন্ট লিখতে পারি।
6. নতুন নতুন বিষয়ে গবেষণা করতে ও লিখতে আমার ভাল লাগে।
7. কাজ করার সময় আমি চেস্টা করি যেন কোন ভুল না হয়।
8. স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আমি সকল খারাপ পথ ছেড়ে কাজে মনোনিবেশ করতে পারি।
9. আমি কখনো হার মানি না একটি কাজ শুরু করলে শেষ না করা অবধি আমি শান্ত হতে পারি না।
আরো জানুন: আমার দৃষ্টিতে প্যাসিভ ইনকাম সেরা ।আপনার মতামত কি ?
10. আমি প্রতিদিন ৪ ঘন্টা এ্যাফিলিয়েট মার্কেটিং এ কাজ করবো ।
11. আমি ৩০০০ টাকা দিয়ে একটি ওয়েব সাইট কেনার ক্ষমতা রাখি।
12. প্রথম অবস্তায় টাকা আয়ের চাইতে আমি কাজ শেখাকে গুরুত্ব দেবো।
13. মানুষের কথা শুনতে ও তাদের সম্পর্কে লিখতে আমার ভাল লাগে ।
14. যে কোন বিষয় জানার জন্য আমি গুগল থেকে তথ্য নিতে পারি ।
আরো জানুন: অ্যাফিলিয়েট মার্কেট এর সাথে অর্থ উপার্জন করবেন কিভাবে?
15. আমার ধৈর্য্যশক্তি প্রবল ।
16. আমার অতি তাড়াতাড়ি বড়লোক হাওয়ার আশা নেয় ।
পরিশেষে বলি, আমার উপর আমার অঘাত বিশ্বাস আছে । আমি বিশ্বাস করি আমি পারবো ।
একজন সফল মার্কেটর হয়ে দেখাতে । এই কয়টি গুনাগুন যদি আপনার মধ্যে থাকে । তবে আমি বলতে
পারি আপনি পারবেন । একজন ভাল এ্যাফিলিয়েট মার্কেটর হয়ে দেখাতে । আমার সাফল্য হবে নিশ্চয়
কেও আটকাতে পারবে না ।
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
আজ এ পযর্ন্ত,
ভাল থাকবেন ।