আপওয়ার্ক হচ্ছে Upwork একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। ২০১৩ সালে Odesk ওডেস্ক ও ইল্যান্স মিলে
Upwork হয়েছে।যেখানে সারা পৃথিবী থেকে প্রায় ২ কোটি Freelancer কাজ করছে। এই মূহূর্তে
আপওয়ার্কে অনেক কাজ রয়েছে। সাইটটিতে প্রতিটি প্রজেক্টের জন্য একটি নির্দিষ্ট পরিমাণ মূল্য হিসেবে
অথবা প্রতি ঘন্টা কাজের জন্য অর্থ প্রদান করে থাকে এবং নানা প্রকারের কাজ পাওয়া যায়। আপওয়ার্ক
মুলত স্বাধীনভাবে চুক্তিবদ্ধ কাজ অফার করে থাকে।
আরো জানুন: ওয়েব সাইট তৈরি করুন সহজ উপায়ে ।
আপনি যদি অনলাইনে আয় করতে চান, তাহলে আর আপওয়ার্ক এ কাজ করতে পারেন। তবে এখানে
আপনার সাফল্য নির্ভর করবে আপনি কি পরিমান কাজ পেয়ে থাকবেন তার উপর অথবা আপনার
বায়ার কতজন আছে। আর সেই বায়ার পাওয়ার জন্য দরকার চমৎকার একটা প্রোফাইল তৈরি করতে
হবে। আপনি যদি এখানে কাজ করতে চান। তবে এ পোষ্টটি মনোযোগ দিয়ে পড়তে পারেন। এখানে
কিভাবে Upwork এ প্রোফাইল তৈরি করতে হয় সে বিষয়ে আলোচনা করেছি।
Upwork সম্পর্কে কিছু কথা যা জানা জরুরী:
আপনি যদি Upwork, Fivver, OutsourceMyJob (OMJ)
বা অন্য যেকোন Freelancing Marketplace ফ্রিল্যান্সিং করতে চান তাহলে আপনাকে যেকোন
একটি কাজের দক্ষতা থাকতে হবে তা হলো:
যেমনঃ ওয়েব ডিজাইন, ওয়েব ডেভলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আর্টিকেল রাইটিং, এসইও ,
অ্যাফিলিয়েট মার্কেটিং, অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভলপমেন্ট, সফটওয়্যার ডেভলপমেন্ট ইত্যাদি। সাধারণত
সবগুলো ফ্রিল্যান্স মার্কেটপ্লেসেই এই ক্যাটাগরির কাজগুলো পাওয়া যায়। এসব কাজের মধ্যে নুন্যতম
যেকোন একটিতে উপযুক্ত দক্ষতা অর্জন করতে পারলেই আপনি ফ্রিল্যান্সিং করতে পারবেন।
আরো জানুন: ওয়েব সাইটে এডসেন্স অনুমতি পাওয়ার জন্য যা যা প্রয়োজন।
এরপর আপনি আপনার ইমেইল অ্যাকাউন্ট দিয়ে আপওয়ার্কে অ্যাকাউন্ট খুলুন। এ্যাকাউন্ট খুলতে
এখানে ক্লিক করুন। এরপর অ্যাকাউন্ট খোলার পর যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে প্রোফাইল
ওভারভিউ। তবে এর জন্য কোন ধরা বাধা নিয়ম নেই। যদি ইংরেজিতে ভালো ভাবে দক্ষ হয়ে থাকেন
তাহলে খুব সহজেই এটি করতে পারবেন। তবে অন্যের কিছু কপি করবেন না। তাহলে সমস্যা হবে পারে।
Upwork Profile সাজাবেন যেভাবে তা হলো:
১। আপনার এমন একটি সুন্দর ছবি প্রোফাইলে যুক্ত করবেন যাতে আপনাকে হাসিখুশি এবং প্রফেশনাল লাগে।
২। আপনার সকল ভালো কাজের বিবরণ, আপনার কাজের ধরণ/স্টাইল ইত্যাদি যুক্ত করতে হবে।
৩। আপনার দক্ষতাগুলো সুন্দরভাবে গুছিয়ে লিখুন যাতে করে বায়ার খুব সহজে বুঝতে পারে।
৪। Upwork অ্যাকাউন্টের ওভারভিউ এমনভাবে সাজাবেন যেন ক্লায়েন্ট আপনার বা আপনার স্কিল সম্পর্কে খুব সহজেই ধারণা পেতে পারে।
আরো জানুন: ডোমেইন:সাইটের কোন ভিজিটর হারাবে না ডোমেইন পরিবর্তন করলেও।
৫। আপনার যদি কোনো এক্সট্রা একটিভিটিস থাকে যেমন: স্থানীয় কোনো প্রতিষ্ঠানের স্বেচ্ছাসেবক, খেলা
বা পেইন্টিং সম্পর্কে জানেন। এইগুলো যুক্ত করতে পারেন এবং প্রমাণ করুন যে আপনি কেবলমাত্র কাজ
করার চেয়ে আরও বেশি কিছু করেন এবং আপনার প্রোফাইলে এটা একটি আলাদা মাত্রা নিয়ে আসবে।
৬। যদি আপনার কোনো সার্টিফিকেশন থাকে যেটা আপওয়ার্ক সাপোর্ট করে তাহলে সেটা অবশ্যই
প্রোফাইলের সাথে যুক্ত করে ফেলুন।
আরো জানুন: Facebook Job : যে সব উপায়ে আয় করতে পারবেন।
৭।সার্টিফিকেট আপনার প্রোফাইলের জন্য একটি বড় প্লাস পয়েন্ট। আপনার কোর্স সম্পর্কিত কিছু তথ্য
১-২ লাইনের মধ্যে লিখে দিবেন। তাহলে বায়ার আপনার শিক্ষাগত যোগ্যতা সর্ম্পকে ভালো ধারনা পাবে।
৬। আপওয়ার্কের কোনো এক্সাম টেস্ট স্কোর যদি টপ ১০% বা ২০% না হয় তাহলে এটি আপনার
প্রোফাইল শো করবেন না। প্রয়োজনে আবার টেস্ট দিবেন টপ ১০% বা ২০% না হওয়া পর্যন্ত। প্রথম
স্থানে থাকতে পারলে তো সবচেয়ে ভালো হয়।
৬। আপনি জব ক্যাটাগরিগুলো এমনভাবে সিলেক্ট করুন যেন আপওয়ার্ক এবং ক্লায়েন্ট ইন্টারভিউতে
জিজ্ঞাসা করার সাথে সাথে উত্তর দিতে পারেন।
আরো জানুন: Twitter থেকে কিভাবে আয় করবেন
৮। আপনার প্রোফাইলে আপনার সোশ্যাল মিডিয়া সাইটগুলো লিঙ্ক করে দিন। যেমন- ফেসবুক,
লিঙ্কডইন, টুইটার, বিহান্স, গুগল প্লাস ইত্যাদি।
৯। আপনার সম্পর্কে বা আপনার কাজের ধরন সম্পর্কে এক মিনিটের একটি ভিডিও তৈরি করুন। এটা
আপনার প্রোফাইলে নতুন একটি মাত্রা যুক্ত করবে।
১০। তবে এক্ষেত্রে আপনাকে ভিডিওর কোয়ালিটি, কথা বলার ধরণ ও উচ্চারণের দিকে আলাদাভাবে
নজর দিতে হবে।
আরো জানুন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি? পর্ব-১
যাদের প্রোফাইল এপ্রুভ হচ্ছে না তারা উল্লিখিত পয়েন্ট অনুযায়ী প্রোফাইল সাজিয়ে তারপর সাবমিট
করুন। আপনাকে অবশ্যই সঠিক নাম, ইমেইল, অভিজ্ঞতা, পোর্টফলিও আর শিক্ষাগত যোগ্যতা দিতে
হবে। প্রোফাইল সম্পুর্ণ (১০০%) করতে হবে। তবেই আপনি কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন।আর
যারা নতুন কিন্তু কাজ পাচ্ছেন না, তারা উল্লিখিত পয়েন্ট অনুযায়ী প্রোফাইলের কোথায় ঘাটতি আছে
সেগুলো খুঁজে বের করে সমাধানের চেস্টা করতে হবে।
আরো জানুন: ব্যাকরণগত কি? সে সর্ম্পকে আলোচনা ।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না আপনার সুচিন্তিত
মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই
নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে রেপ্লাই
দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Queen Elizabeth II Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
- Oscar Wilde Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).