অনলাইনে কাজ করতে কি কি কাজে লাগে?
1.একটি কম্পিউটার বা ল্যাপটপ
2.ইন্টারনেট কানেকশন
3.অনলাইনে কাজ সর্ম্পকে জানা
অনলাইনে কি কি ধরনের কাজ পাওয়া যায়?
ডিজাইনিং সম্পর্কিত কাজ:
১। প্রেজেন্টেশন
২। ফটোগ্রাফী
৩। অ্যানিমেশন
৪। লোগো ডিজাইন
৫। ইলাস্ট্রেশন
৬। গ্রাফিক্স ডিজাইন ইত্যাদি
রাইটিং সম্পর্কিত কাজ
১। বিজনেস প্লান রাইটিং
২। ক্রিয়েটিভ রাইটিং
৩। একাডেমিক রাইটিং
৪। ওয়েবসাইট কনটেন্ট রাইটিং
৫। টেকনিক্যাল রাইটিং
৬। সি.ভি ও কভার লেটার রাইটিং
৭। গ্রান্ট রাইটিং
৮। কপিরাইটিং
৯। অ্যার্টিকেল ও ব্লগ পোস্ট রাইটিং ইত্যাদি
আরো জানুন: আয় করুন অনলাইনে, ফ্রিল্যান্সিং করে (শুধুমাত্র নতুনদের জন্য)
অ্যাডমিন সম্পর্কিত কাজ
১। ডাটা এট্রি
২। ট্রান্সক্রিপশন
৩। ভারচুয়াল অ্যাসিস্ট্যান্স
৪। প্রোজেক্ট ম্যানেজমেন্ট
৫। ওয়েব রিসার্চ ইত্যাদি
ওয়েব ডেভেলপমেন্ট সম্পর্কিত কাজ
১।ওয়েব ডিজাইনিং
2।সফটওয়ার ডেভেলপমেন্ট
৩.ওয়েবসাইট বানানো।
অডিও এবং ভিডিও প্রোডাকশন
১.ইউটিউব চ্যানেল
২.ফেসবুক
এসইও সম্পর্কিত কাজ
১. এটা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন । (প্রচুর কাজ আসে এই এসইও এর)
মার্কেটিং সম্পর্কিত কাজ
১.এফিলিয়েট মার্কেটিং,
২.ইমেইল মার্কেটিং
৩.ডিজিটার মার্কেটিং ইত্যাদি)
এডিটিং সম্পর্কিত কাজ
১.ভিডিও এডিটিং.
২.এনিমেশন, 3D, 2D ইত্যাদি)
আরো জানুন: নতুনদের প্রতি আমার পরামর্শ -মাইক্রো ফ্রিলেন্সিং এর মাধ্যমে আয় করুন ।
এড পোস্টিং সম্পর্কিত কাজ
ক্রাগলিস্ট সহ বিভিন্ন সাইটে বিজ্ঞাপনের কাজ
ট্রান্সলেশন এছাড়া আরো অনেক কাজ আছে। যে গুলো সম্পর্কে আপনার আলাদা আলাদা জ্ঞান থাকার
পাশাপাশি কাজ জানা থাকতে হবে।
এই যেমনঃ
কনসালটেশন এবং অ্যাকাউন্টিং
ডাটা সাইন্স ও এনালাইটিক্স
আইটি ও নেটওয়ার্কিং
কাস্টমার সার্ভিস
সেলস এবং মার্কেটিং
ইঞ্জিনিয়ারিং এবং আর্কিটেকচার ইত্যাদি
অনলাইনে কোন কোন সাইটে কাজ পাওয়া যায়?
আন্তর্জাতিকভাবে পরিচিত এবং নির্ভরযোগ্য কয়েকটি সাইটের ঠিকানা দেওয়া হলো—
https://www.upwork.com/
http://www.freelancer.com,
http://www.elance.com,
http://www.getacoder.com,
http://www.guru.com,
http://www.vworker.com,
http://www.scriptlance.com
https://www.fiverr.com/
https://www.peopleperhour.com/
https://99designs.com/
https://www.microworkers.com/
https://belancer.com/ ইত্যাদি।
আরো জানুন: সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর মাধ্যম সমূহ আলোচনা করো? পর্ব-২
অনলাইনে আয় করা পেমেন্ট তুলবেন কিভাবে?
১. পেওনিয়ার প্রি-পেইড মাস্টার কার্ড : এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
২. চেকের মাধ্যমে টাকা পাওয়া যায় : এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
৩. পে পল-এর মাধ্যমে টাকা পাওয়া : এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
৪. মানিবুকারস্ : এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
৫. এলার্টপে-এর মাধ্যমে টাকা পাওয়া: এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
৬. ই-গোল্ড ব্যবহার টাকা প্রাপ্তি: এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
৭. ওয়েস্টার্ন ইউনিয়ন: এ সর্ম্পকে জানতে ক্লিক করুন Sign Up
ইত্যাদি উপরে দেওয়া সংক্ষিপ্ত বিষয়গুলো ফলো করলে আপনি অনলাইনে কাজ করতে পারবেন এবং
আয় করা টাকা ভাল ভাবে উত্তোলন করতে পারবেন।সংক্ষিপ্ত ধারনা আশা করি আপনাদের ভাল
লাগছে।।