কেমন আছেন বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছেন। আজ আমি আলোচলা করবো সময়ের জনপ্রিয় পেশা
Freelancing এবং outsourcing বিষয়ে। স্বাধীনভাবে কাজ করার সুযোগ এর কারনে ক্রমেই
এই পেশাতে আগ্রহ বেড়েই চলেছে। অন্যান্য কাজের পাশাপাশি ফ্রিল্যান্সিং করার সুযোগও রয়েছে।
কেউ কেউ আছেন, যাঁরা চার-পাঁচটা কাজের (জব) জন্য আবেদন করেই কাজ পেয়ে যান। আবার কেউ
কেউ আছেন, যাঁরা ১০০টা আবেদন করেও পান না। এটা অনেকটা নির্ভর করে আপনি কত কম অর্থে
(ডলার) কাজটি করে দেওয়ার জন্য আবেদন করেছেন তার ওপর।
যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না, তাদের কাজে আবেদন করবেন না। কারণ, কোনো
কনট্রাক্টরকে ভাড়া করতে হলে বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড হতে হয়। তাই এ বিষয়টি মাথায়
রেখে কাজ করা শুরু করবেন।
আরো জানুন: এফিলিয়েট মার্কেটিং শুরু করার ছোট গাইড লাইন ।
অনলাইনে আপনি যদি কাজ করতে চান তবে সহজে কাজ পাওয়ার তেমনই কিছু কৌশল এখানে
জানানো হলো। আশা করি এগুলো মেনে চললে আপনার উপকার হবে। তাহলে আসুন শুরু করা যাক।
অনলাইনে ভালো কাজ পাওয়ার কিছু গুরুত্বর্পূণ কেীশন সর্ম্পকে জানা যাক:
১। প্রোফাইল তৈরি করার সময়ই আপনার আগের করা ভালো কিছু কাজের স্যাম্পল জুড়ে দিতে পারেন।
এগুলো দেখে বায়ার আপনার কাজের মান সম্পর্কে ধারণা নিতে পারবেন।কারন বায়ার বুঝতে পারবে
আপনার এ কাজের উপর অভিঙ্গা আছে।
2। আবেদন করার আগে অবশ্যই কি কাজ করতে হবে, বায়ার কি চায় সেটি ভালোভাবে বুঝে এবং দেখে নিবেন।
আরো জানুন:
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).
৩।বায়ারের সঙ্গে সাক্ষাতকালে অবশ্যই কাজ সম্পর্কে ভালোভাবে ধারণা জেনে নিবেন।
৪।আপনি কিভাবে কাজটি সম্পন্ন করবেন সেটি বায়ারকে জানাবেন ও একই ধরণের কাজ আগে করে
থাকলে সেটিও তাকে দেখাবেন।তাতে আপনার কাজটি পেতে অনেক সুবিধা হবে।
৫। সবসময়ই কম মূল্যে আবেদন করলে কাজ পাবেন এমনটি সঠিক নয়, কাজের ধরণ ও আপনার
কাজের মান অনুযায়ী আবেদন করবেন।
৬। তবে প্রথম অবস্থায় কাজ পেতে উচ্চ রেটে আবেদন না করাই ভালো হবে।
আরো জানুন: ডিজিটার মার্কেটিং বলতে কি বুঝ? পর্ব-১
৭। বায়ারের আগের কাজগুলো দেখুন। তাহলে সেখান থেকে কাজের মূল্য সম্পর্কে একটা ধারণা পাবেন।
ফিক্সড রেটের কাজ হলে তো সেটা জানার প্রয়োজন নেই।
৮. যত বেশি সময় সম্ভব অনলাইনে থাকার চেষ্টা করবেন। কারণ মার্কেটপ্লেসে কিছু কিছু কাজ কম
সময়ের মধ্যে করার জন্য অনেকেই জব পোস্ট করে থাকে।
৯। আপনি অনলাইনে থাকলে এগুলো আপনি ধরতে পারেন। এছাড়া আপনার আবেদন করা কাজের
বায়ার কোনো মেসেজ দিলে কিংবা আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে আপনি দ্রুত তার উত্তর
দিতে পারবেন।
আরো জানুন: ইউটিউব চ্যানেল কিভাবে খুলবেন তার র্সম্পকে আলোচনা ?
১০।. যেসব কাজে Freelancer/কনট্রাক্টরের সাক্ষাতকার নেওয়া হয়েছে সেগুলোতে আবেদন না করাই
ভালো। কারণ আপনার আবেদন করার আগেই যদি বায়ার কাঙ্খিত কনট্রাক্টর পেয়ে যান, তাহলে
আপনার আবেদন চেক করবে না।
১১। যেসব বায়ারের পেমেন্ট মেথড ভেরিফায়েড না সেসব বায়ারের কাজে আবেদন করবেন না।
১২। কোনো কনট্রাক্টরকে ভাড়া বা হায়ার করতে হলে তার পেমেন্ট মেথড ভেরিফায়েড থাকতে হয়।
পেমেন্ট মেথড ভেরিফায়েড না থাকা বায়ারের কাজ করলে প্রতারিত হতে পারেন।তাই সাবধান থাকবেন
এ দিক থেকে।
১৩। ঘন্টাভিত্তিক কাজের ক্ষেত্রে আপনি কখনোই আপনার নির্ধারিত রেটের নিচের রেট বলবেন না।
কারন পরবর্তীতে বেশি রেটে কাজ পেতে অসুবিধা হতে পারে।
আরো জানুন: ক্যাপচা এন্ট্রি কাজ করে আয় করুন সহজ উপায়ে ১০টি সাইট থেকে।
১৪। জব পাবলিশ হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব আবেদন করা ভালো। এতে বায়ারের নজরে পড়ার
সম্ভাবনা বেশি থাকে।তাই আপনাকে প্রায় সময়ে অনলাইনে থাকতে হবে।
১৫।. কোনো কাজ ভালোভাবে না পারলে কিংবা না বুঝে আবেদন করবেন না। এতে আপনার পরবর্তীতে
ভোগান্তি হবে ও খারাপ ফিডব্যাক পেতে পারেন।
১৬। আপনি যে কাজ করেন না কেন র্ধৈয্য ধরে অপেক্ষা করতে হবে।কারন আপনি প্রথম অবস্থায় তেমন
কোন কাজ পাবেন না। তাই বলে র্ধৈয্যহারা হবেন না।
১৭। আপনি যদি নিয়মিত বিড করে থাকেন, তারপর ও কোন কাজ না পান তাহলে আপনার কভার
লেটার টা একটু অন্যরকম ভাবে লেখার চেষ্টা করুন। ক্লায়নেটের জাগায় আপনাকে চিন্তা করুন।
কিভাবে একজন এপ্লাই করলে আপনি তাকে হারায় করতেন। আশাকরি কাজ হবে।
আরো জানুন: Google Ad Sense খুলবেন কিভাবে তার সহজ ও সুন্দর পথ
১৮।কভার লেখার নিয়ম বলতে আসলে কিছু না। বিশাল একটা মেসেজের থেকে সিম্পল, সরাসরি
কাজের কথা দিয়ে কভার লেটার লিখলে সহজেই ক্লায়েন্টের আকর্ষন পাওয়া যায়। জব পোস্টটি পড়বেন,
এরপর ক্লায়েন্ট কি কোন প্রশ্ন করেছে কিনা, সে গুলো কভার লেটারে উল্ল্যেখ করবেন। আপনার কোন প্রশ্ন
আছে কিনা, সে প্রশ্ন করবেন। আপনি কিভাবে কাজটি সম্পুর্ণ করবেন তা লিখবেন। কেন আপনি জবটি
কমপ্লিট করতে পারবেন, তা লিখবেন। এভাবেই পারফেক্ট কভার লেটার লিখে ফেলতে পারবেন।।
১৯। কোনো একটা কাজ দেওয়ার পর যত তাড়াতাড়ি সেটিতে আবেদন করবেন ততই ভালো। তবে
আবেদন করার সময় কাভার লেটারটি এমনভাবে লিখবেন, যেন বায়ার বুঝতে পারে আপনি কাজটির
বর্ণনা পড়েছেন এবং তা করতে পারবেন।
আরো জানুন: আয় করুন ডোমেইন রিসার্চ করে।
২০। আবারও বলছি আপনি যত বেশি মার্কেটপ্লেসে থাকবেন, ততই আপনার কাজ পাওয়ার সম্ভাবনা।
কারণ, কিছু কিছু কাজ আছে যেগুলো মার্কেটপ্লেসে দেওয়ার সঙ্গে সঙ্গে (এক-দুই ঘণ্টার মধ্যে) সম্পন্ন করে
জমা দিতে হয়। কাজেই শুরুতে বেশি সময় অনলাইনে থাকার চেষ্টা করুন, যাতে বায়ার আপনাকে
কোনো বার্তা পাঠালে সঙ্গে সঙ্গেই আপনি তার জবাব দিতে পারেন। তাহলে বায়ার বুঝতে পারবে, আপনি
কাজের প্রতি আন্তরিক।
২১। অনলাইন মার্কেটপ্লেসে দেখবেন, প্রতি মিনিটে নতুন নতুন কাজ দেওয়া হচ্ছে, সেগুলোতে আবেদন
করুন। যেসব কাজে কোনো কনট্রাক্টরের ইন্টারভিউ নেওয়া হয়েছে, সেসবে আবেদন না করাই ভালো।
২২। যেসব কাজে শর্ত দেওয়া রয়েছে, আর সেগুলো যদি আপনি পূরণ করতে না পারেন, তবে সেসব
কাজে আবেদন না করাই ভালো।
Read: ব্যাকরণগত কি? সে সর্ম্পকে আলোচনা ।
কিছু কথা:
Freelancing যেকোনো মার্কেটেই কাজ করেন না কেন যদি দেখেন ক্লায়েন্টের পেমেন্ট মেথড
ভেরিফাইড না, তাহলে সে যতই বলুক তারপরও তার কাজ করবেন না । যেহেতু আপনারা টাকার জন্যই
কাজ করবেন তাই পেমেন্ট ভেরিফাই কিনা সেটা সবার আগে দেখবেন ।
লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না । আপনার
সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে
অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো পর্যালোচনা করে
রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।
আরো জানুন:
- বিখ্যাত মনীষী ভলতেয়ার এর সেরা ২৫ উক্তি ।অনুপ্রেরণামূলক উক্তি।
- বিখ্যাত মনীষিদের সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি (আপনার জীবন পরিবর্তন করুন)।
- রোনাল্ড রিগান এর সেরা ২৫ উক্তি!!অনুপ্রেরণামূলক উক্তি।শিমন পান
- হিটলারের কিছু মূল্যবান কথা ও উক্তি।শিমন পান
- Rabindranath Tagore Best 25 Quotes!! Inspirational Quotes(Change Your Life).