অনলাইনে সেরা ২০টি কপিরাইট ফ্রি ছবির ওয়েব সাইট সর্ম্পকে আলোচনা

আজ আমি আলোচনা করবো কোন ওয়েব সাইট থেকে কিভাবে আপনি অনলাইন থেকে ফ্রি ছবি ডাউন

লোড করতে পারবেন।অনলাইনে ছবি ডাউনলোড করার অনেক ওয়েবসাইট আছে কিন্তু সমস্যা হল

এসব ছবি ব্যক্তিগত কিংবা কমার্শিয়াল উদ্দেশ্যে ব্যবহার করা যায় না। এসব ছবি ব্যবহার করার জন্য

আপনাকে গুনতে হবে অনেক অনেক টাকা। আর টাকা না গুণে অনুমতি ছাড়া এসব ছবি ব্যবহার করলে

পড়তে পারেন কপিরাইট মামলায়।

আরো জানুন: একটি ওয়েবসাইট থেকে আয় করুন একাধিক উপায়ে ।

ভয় পাবার কিছু নেই! এসব ওয়েবসাইট ছাড়া, অনলাইনে এমন অনেক ওয়েবসাইট আছে যারা সম্পূর্ণ

ফ্রিতে ছবি ডাউনলোড এবং ব্যবহারের সুবিধা দিয়ে থাকে। এসব ছবি Creative Commons

Licenses এর আওতাভুক্ত। তাই এসব ছবি আপনি বিনা অনুমতিতে কপি, এডিট, ব্যক্তিগত এমনকি

কমার্শিয়াল কাজেও ব্যবহার করতে পারবেন। এতে কোন বাধা নিষেধ নাই।এখান থেকে ছবি নিয়ে

আপনি যেকোন কাজে ব্যবহার করতে পারবেন।

নিচে দেওয়া সেরা 20টি কপিরাইট ফ্রি ছবির ওয়েব সাইট সর্ম্পকে আলোচনা করা হলো:

     1. Pixabay

     2. Burst Shopify

     3. Pexels

    4. Unsplash

    5. Picjumbo

    6. Gratisography

    7. Morguefile

    8. Reshot

    9. Picography

    10. Lifeofpix

    11.  Free stocks

    12. Rawpixel

    13. Fancycrave

    14. Kaboompics

   15. Stockvault

   16. Isorepublic

   17. Pikwizard

    18. Stocksnap

   19. Negative space

   20. Libreshot

কপিরাইট ফ্রি ছবির ওয়েব সাইট সর্ম্পকে সংক্ষিপ্ত আলোচনা করা হলো:

1. Pixabay Web Site:

 Pixabay তে আপনি প্রায় ৭৮ হাজারেরও বেশী ছবি, ভেক্টর এবং ইলাস্ট্রেশন দেখতে পাবেন। এই

   ওয়েবসাইটটি বেশ সুন্দর সাজানো গোছানো। তাই আপনাকে পছন্দের ছবি পেতে খুব একটা কষ্ট

করতে হবে না। সহজে আপনি র্সাচ দিয়ে খুজে পাবেন।

 2. Burst Shopify:

Burst উদ্যোক্তাদের জন্য ফ্রি স্টক ছবি প্রদান করে এ সাইটটি। কিছু ছবি ক্রিয়েটিভ কমন্স CC0 এর

অধীনে লাইসেন্স প্রাপ্ত এবং অন্য গুলো Shopify এর নিজস্ব লাইসেন্সের অধীনে থাকে। এটি একটি

জনপ্রিয় সাইট।

 3. Pexels:

Pexels একটি জনপ্রিয় ফ্রি কপিরাইট ছবির সাইট।এই সাইটেও আপনি ফ্রিতে কোন রকম কপিরাইটের

ঝামেলা ছাড়া, ছবি ডাউনলোড করতে পারবেন। আপনি যদি ওয়েব ডিজাইনার কিংবা ব্লগার হয়ে

থাকেন, তবে এই সাইটটি আপনার জন্য উপযুক্ত সাইট। আপনি এখান থেকে আপনার পছন্দ মতো ছবি

ডাউনলোড করতে পারবেন। কোন রকম ঝামেলা ছাড়াই।

 4. Unsplash:

 Unsplash এর প্রায় ৩ লক্ষ ছবির মধ্য থেকে আপনার পছন্দ মত ছবি খুব সহজেই বাছাই করে নিতে

পারবেন কোন ঝামেলা ছাড়াই। এখানে আপনি পাবেন হাই রেজুলেশনে সব ছবি। আর প্রতিদিনই এই

ওয়েবসাইটে হাজার হাজার ছবি যোগ হচ্ছে।আপনি আপনার যেকোন প্রয়োজনে এখান থেকে ছবি

ডাউনলোড করতে পারবেন।

  5. Picjumbo:

 ২৪ বছর বয়সী একজন ফটোগ্রাফার যখন বিভিন্ন নামীদামী সাইটে তার ছবি আপলোড করার পর

রিজেক্ট হচ্ছিল। তখন সে চিন্তা করলো নিজেই একটি স্টক ফটোর সাইট খোলার। পরবর্তীতে তিনিই

খুলেন Picjumbo। বর্তমানে প্রতিদিন এই সাইটে নতুন নতুন হাই কোয়ালিটির ছবি আপলোড হচ্ছে।

আপনার যদি কমার্স সাইটের জন্য কিংবা ব্যবসা সম্পর্কিত কোন ছবি প্রয়োজন হয় তবে এই সাইটটি আপনার জন্য উপযুক্ত এখান থেকে আপনি ছবি নিতে পারবেন

   6. Gratisography:

    প্রফেশনাল কাজে ব্যবহারের জন্য এখানে আপনি সব ধরনের ছবি পাবেন। এখানে মূলত প্রতি সপ্তাহে

নতুন ছবি যোগ করা হয়। এই সাইটের সবগুলো ছবি তোলেন Ryan McGuire।

    7. Morguefile:

    অন্যান্য ওয়েবসাইট থেকে এই সাইটটি কিছুটা ভিন্ন ধরনের । এই সাইটে আপনি হয়তো প্রফেশনাল

কোন ছবি পাবেন না। তবে দৈনন্দিন ব্যবহৃত অনেক ছবি এখানে পাবেন। যা আপনার প্রয়োজন হতে

পারে।

    8. Reshot:

    Reshot সাইটটি হাতে তোলা ফ্রি স্টক ফটোর বিশাল লাইব্রেরি, যা আপনি অন্যত্র খুঁজে পাবেন না।

ফ্রিল্যান্সারদের জন্য এই সাইটটি বেশ কাজের। আপনি এখান থেকে ছবি নিতে পারেন।

   9. Picography:

   বিভিন্ন ফটোগ্রাফাররা তাদের তোলা ছবি এখানে সাবমিট করে থাকে। তাই আপনি এই সাইটে প্রবেশ

  করলে হতাশ হবে না। ভালো মানের ছবি পাবেন বলে আমি আশা রাখি।

  10.  Lifeofpix:

    এই সাইটি তৈরি করেন LEEROY। এই সাইটে প্রতি সপ্তাহে নতুন ছবি যোগ হয়। আর এখানের সব

গুলো ছবি আপনি কপিরাইট ফ্রি পাবেন।

  11.  Freestocks:

    এই সাইটেও আপনি মোটামুটি প্রায় সব ধরনের ছবি পাবেন। ব্যবসা বা অন্য যেকোন কাজে এ ছবি

ব্যবহার করতে পারবেন।

12.  Rawpixel:

    Rawpixel দাবি করে, তাদের সাইটে রয়েছে ছবির বৈচিত্র্য সংগ্রহ। অবশ্য তাদের দাবি মিথ্যা নয়।

আপনি একবার এই সাইটে প্রবেশ করলে, অবাক হয়ে যাবেন তাদের সংগ্রহ দেখে। আসলে অসাধারন

ছবির সমাহার।

 13. Fancycrave:

 অসাধারণ এবং সেরা কিছু ছবির কালেকশন রয়েছে এই সাইটটিতে। সাইটটিতে প্রতিদিন মাত্র ২টি ছবি

সাবমিট করে। কারণ তারা সব চাইতে ভাল ছবিটি গ্রাহককে সরবরাহ করতে চায়।

14. Kaboompics:

 পোল্যান্ডের ওয়েব ডিজাইনার ক্যারোলিনা এই অসাধারণ ওয়েবসাইটি তৈরি করে। তাই ওয়েব

ডিজাইনারদের জন্য এই ওয়েবসাইট বেশ গুরুত্বপূর্ণ। অসাধারণ এবং ক্রিয়েটিভ ছবির বিশাল ভাণ্ডার

এই সাইট থেকে আপনি পাবেন।

15. Stockvault:

    ফ্রি ছবি, ওয়ালপেপার এমনকি টেক্সচার ডাউনলোডের এক বিশাল লাইব্রেরি Stockvault সাইটি।

এই সাইটে রয়েছে শক্তিশালী সার্চ ইঞ্জিন এবং ব্রাউজিং ক্যাটেগরি।

16. Isorepublic:

  ছবি ডাউনলোড এর জন্য isorepublic দুর্দান্ত একটি ওয়েবসাইট। হাই রেজুলেশনের এক বিশাল

লাইব্রেরি isorepublic সাইটটি। 

 17.Pikwizard:

    বিশাল সংগ্রহের পাশাপাশি, Pikwizard একটি Design Wizard সরবরাহ করে। যা আপনাকে

ডাউনলোড করার পূর্বে নিজের ইচ্ছা মত ছবিটি এডিট করার সুবিধা দিয়ে থাকে।

  18. Stocksnap:

ভালো মানের ছবির আর একটা সাইট হলো Stocksnap সাইট। আপনি এখান থেকে ছবি নিতে

পারবেন। আপনার বিভিন্ন কাজের জন্য।

  19. Negativespace:

 Negativespace প্রতি সপ্তাহে নতুন কপিরাইট ফ্রি ছবি আপলোড করে। দিন দিন এই সাইটের ছবির

সংগ্রহ বৃদ্ধি পাচ্ছে।

  20. Libreshot:

 ফটোগ্রাফার এবং এসইও কনসালটেন্ট মার্টিন ভোরল এই সাইটি সমৃদ্ধ করতে নিরলস পরিশ্রম করে

যাচ্ছে। হাই রেজুলেশনের সম্পূর্ণ কপিরাইট ফ্রি ছবি পেতে এই সাইটটি আপনাকে বেশ সহযোগিতা করবে।

   শেষ কথা:

 লেখাটি পড়া শেষ হলে চলে যাবেন না। কষ্ট করে আপনার ব্রাউজারে বুকমার্ক করে রাখুন, ভবিষতে

কাজে লাগবে। পাশাপাশি অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারা এই অসাধারণ সাইট গুলো

সম্পর্কে জানতে পারে।

ভালো থাকবেন।।

Leave a Comment