অনলাইনে টাকা আয়ের ৩টি সহজ উপায়-২০১৯

কেমন আছেন বন্ধুরা নিশ্চয়ই ভাল আছেন। আজ আমি জনপ্রিয় তিনটি কাজের বিষয় নিয়ে আলোচনা

করবো। আপনি যদি অনলাইন থেকে  পার্ট টাইম অথবা ফুল টাইম  ইনকাম করতে চান তাহলে এই

পোস্টটি আপনার জন্য এই পোস্টটি অনেক কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করেছি। এ বিষয় গুলো

ফলো করলে আপনি অনলাইন থেকে খুব সহজে আয় করতে পারবেন।আপনার যদি একটি কম্পিউটার

থাকে বা একটি ভালোমানে মোবাইল ফোন থাকে তবে আপনি এখান থেকে আয় করতে পারবেন।

জনপ্রিয় তিনটি কাজ সর্ম্পকে আলোচনা করা হলো:
১.লেখালেখি করে:

অনলাইন থেকে আয় করার  সবচেয়ে সহজ উপায়ে যেটি সেটি হচ্ছে ব্লগিং বা ওয়েবসাইটের লেখালেখি

করে আয় করা। আপনি যে বিষয়ে ভালো জানেন সে বিষয়ে লেখালেখি শুরু করতে পারেন।  বাংলা বা

ইংরেজিতে লিখতে পারেন আপনি ইংলিশে ভাল লিখতে পারলে তা আপনি সারা বিশ্বের ভিজিটরদের কাছে

আপনার লেখা বিক্রি করতে পারেন এবং ভাল টাকা আয় করতে পারেন ।তেমনি আপনি বাংলা ভাষাতে

ও লিখতে পারেন। এ ভাষাতে লিখে এখন ভাল অংকের টাকা আয় করা যায়।আপনার যদি একটি

মোবাইল ফোন বা যদি একটি কম্পিউটার থাকে তাহলে  আপনি একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে

আপনার লেখা পোষ্ট করে আয় করতে পারেন। আপনি সম্পূর্ণ ফ্রিতে একটি ওয়েবসাইট করেও একাজ টি

করতে পারেন এবং এখানে বিভিন্ন ধরনের কনটেন্ট পাবলিশ করতে পারবেন ।আপনি আপনার নিজের

ওয়েবসাইটে যে কোন ধরনের কনটেন্ট পাবলিশ করতে পারেন।ওয়েবসাইট থেকে আয় করার সবচেয়ে

জনপ্রিয় মাধ্যম হচ্ছে গুগল এডসেন্স এর এড বসিয়ে ইনকাম করা আপনি আপনার ওয়েবসাইটে গুগল

এডসেন্স এর এড বসিয়ে ইনকাম করে নিতে পারেন ওয়েবসাইটের মোটামুটি 20 থেকে 30 টা পোস্ট করে

আপনার গুগল এডসেন্স এপ্লাই করতে পারেন। যদি ওয়েব সাইটের কনটেন্ট ভাল মানের হয়। তাহলে

আপনার ওয়েবসাইটটিকে গুগোল অনুমতি দিয়ে দিলে তারপর থেকে আপনি আয় করতে পারেন।

২.ইউটিউব চ্যানেল বানিয়ে ইনকাম করা:

অনলাইন থেকে আয় করার আর একটি সহজ উপায় হচ্ছে ইউটিউব থেকে আয় করা। ইউটিউবে কিছু

নিয়ম কানুন আছে যেগুলো আপনি খুব সহজে ম্যানেজ করতে পারলে প্রচুর পরিমাণে এমাউন্টে আয়

করতে পারবেন। কারণ ইউটিউবে  আপনি যখন ভিডিও আপলোড করা শুরু করবেন। তখন আপনার

কোন সাবস্ক্রাইবার থাকবে না। এতে করে আপনার ভিডিও ভিউ হবে না তাই বলে পিছিয়ে যাওয়ার

কোনো কারণ নেই। আপনি নিয়মিত ভিডিও আপলোড করতে থাকলে একসময় দেখবেন আপনার

চ্যানেলটি র‌্যাংক হয়ে যাবে।ইউটিউবে ওয়েবসাইট এর মত গুগল এডসেন্স এর এড শো করে আয় করা

যায় তাছাড়া ইউটিউবে আপনি বিভিন্ন ধরনের কোম্পানির প্রোডাক্ট নিতে পারেন এবং এফিলিয়েট

মার্কেটিং করতে পারেন ।

ইউটিউব মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমান সময়ে লাস্ট এক বছরে 1 হাজার সাবস্ক্রাইবার এবং

4000 ঘন্টা ওয়াচ টাইম হলে আপনার মনিটাইজেশন করার জন্য এপ্লাই করতে পারবেন। আপনার

ভিডিও কোয়ালিটি  ভাল মানের হলে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন এবং আপনার ইনকাম আয় হয়ে

যাবে।

৩.লিংক শর্ট করে ইনকাম করা:

আপনি লিংক শর্ট করে অনলাইন থেকে আয় করতে পারবেন।এটি একটি জনপ্রিয় উপায় এই উপায়ে কাজ

করার জন্য আপনাকে কোন কিছুই করতে হবে না। শুধু লিংক শর্ট করার অনেকগুলো ওয়েবসাইট আছে

সেই ওয়েবসাইট গুলোতে আপনি একটি একাউন্ট করে নিবেন ।একাউন্ট করতে ভিজিট করুন:

‘‘URL shortener’’ এর মাধ্যমে, অল্প পরিশ্রম করে, আয় করুন অনেক টাকা।

আপনি যে কোন একটি লিংক  ওয়েবসাইটের মাধ্যমে শর্ট করে বিভিন্ন জায়গায় শেয়ার করে দিতে পারেন

এবং আয় করতে পারেন।  কোন কোন ওয়েবসাইট 1000 লিংক ক্লিক এর জন্য 5 ডলার দিয়ে থাকে

আবার কোন কোন ওয়েবসাইট 4 ডলার দিয়ে থাকে। বিভিন্ন দেশ অনুযায়ী এই টাকাগুলো দিয়ে থাকে

।আপনি যদি ইউএস কানাডা ফ্রান্স এই সমস্ত দেশের মানুষদের কে দিয়ে লিংকে ক্লিক করাতে পারেন

তাহলে আপনি বেশি পরিমাণে ইনকাম করতে পারবেন।

এ তিনটি মাধ্যম থেকে আপনি সহজে আয় করতে পারবেন। প্রথম অবস্থায় একটু কষ্ট হতে পারে তাই বলে

হাল ছাড়বেন না। মনোযোগ দিয়ে কাজ করবেন। দেখবেন 2 মাসের মধ্যে আপনি আয় করতে শুরু করে

দিয়েছেন ।

কাজ করুন ভালো থাকুন।

Leave a Comment