আশাকরি ভালো আছেন। আপনি কি এখন ভাবেন কিভাবে অনলাইনে নিজের ক্যারিয়ার গড়বেন?
কিভাবে ৯-৫ টার আজাব থেকে মুক্তি পাবেন? তাহলে আপনার জন্য আমার আজকের লেখাটি, তাহলে
আর দেরি না করে শুরু করা যাক:
1. অফিলিয়েট মার্কেটিং করে আয়:
আমি এ্যাফিলিয়েট মার্কেটিং করে থাকি, বাংলাদেশী একটি ওয়েবসাইট CodenDream-এর প্রোডাক্ট
আমি রে-সেল করি, এছারাও HostGator ,Godaddy, Namecheap.Domain.com এ ও
আমি আফিলিয়েটর হিসেবে আছি।
CodenDream থেকে আয় :
এখানে আপনি অনেক সুবিধা পাবেন, যেমন আপনি তাদের প্রোডাক্ট যদি রিসেলিং করতে চান ,তাহলে
তাদের কাছ থেকে না কিনেই আপনি বিক্রি করতে পারবেন। এবং তারা আপনার কাছ থেকে কিছু টাকা
কমিয়ে রাখবেন যেনো আপনি একটু লাভ করতে পারেন এবং আপনি যদি তাদের প্রোডাক্ট তাদের চেয়ে
বেশি দামেও বিক্রি করেন তাহলে তাদের কোন প্রবলেম নেই, আমার কাছে উনাদের এই জিনিষটা অনেক
ভালো লাগে। আপনি চাইলে উনাদের সাথে কাজ করতে পারেন।আশা করি আপনার লাভ হবে।
HostGator:
আপনি এখান থেকেও অনেক টাকা আয় করতে পারবেন কিন্তু আপনাকে প্রচুর পরিমান
মার্কেটিং জানতে হবে, প্রথম কাস্টার আপনার লিংকে নেওয়া অনেক কস্ট হবে। কিন্তু কমিশনটি দারুন।
Godaddy:
আপনি এখান থেকেও অনেক টাকা আয় করতে পারবেন কিন্তু আপনাকে প্রচুর পরিমান মার্কেটিং জানতে
হবে,তাদের কমিশনটি অনেক হয়ে থাকে।
Namecheap:
এ সাইটি একটি জনপ্রিয় ডোমেন এবং হোষ্টিং সাইট। আপনি এখানে তাদের ডোমেন এবং হোষ্টিং বিক্রি
করে ভাল অংকের টাকা আয় করতে পারবেন।
2. নিজের পণ্য বিক্রি করে আয়:
অনলাইনে অনেকে অনেক কিছু বিক্রি করে থাকে যেমনঃ ডোমেইন, হোস্টিং, ডিজাইন, ওয়েবসাইট
এরকম আরো কতো কি, আপনি চাইলে আপনার নিজের পন্য বিক্রি করতে পারেন যেমন ডোমেইন
হোস্টিং রেসেলিং করতে পারেন। আমাদের অনলাইন বাজারে এমন অনেক আছে যারা ডোমেইন হোস্টিং
অন্যান্য সার্ভিস বিক্রি করে থাকে আপনি তাদের সাথে চুক্তি করে সেটা রে-সেল করতে পারেন।
3. ফ্রিল্যানসিং ওয়েবসাইট ব্যবহার করে আয়:
আপনি অনলাইনে আয় করার জন্য কিছু বিদ্যমান ওয়েবসাইট ব্যবহার করতে পারেন, এইটা সক্রিয় এবং
প্যসিভ আয় দুটোরই অন্তর্ভুক্ত। তাই আমি মনে করি অনলাইনে আয়ের জন্য বিদ্যমান ওয়েবসাইট
আপনার জন্য অনেক উপকারী। তবে সকল কাজের সফলতার জন্য অনেক সময়ের প্রয়োজন এখানেও
অনেক সময় প্রয়োজন হবে আপনার। তাই র্ধৈয্য ধরে কাজ করে যেতে হবে। আপনি যেকোন ধরনের
কাজ পাবেন এ সমস্ত সাইট থেকে , সাইটগুলো হলো: UpWork, Fiverr, Freelancer.People
per work ইত্যাদি সাইট । আপনি এ সমস্ত সাইটে কাজ করে মাসে $1000 ডলার থেকে $5000
ডলার পযর্ন্ত আয় করতে পারবেন।
এরকম অনেক ওয়েবসাইট আছে কিন্তু আমার কাছে এই ৪টি বেস্ট তাই আপনিও ট্রাই করতে পারেন,
লেগে থাকুন এক দিন সফলতা চলে আসবে।
পরিশেষে: লেখা গুলো পড়ে ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদেরকে শেয়ার করতে ভুলবেন না ।
আপনার সুচিন্তিত মতামত আমার একান্ত কাম্য। তাই এই বিষয়ে আপনার যদি কোন মতামত থেকে
থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আনন্দের সহিত আপনার মতামত গুলো
পর্যালোচনা করে রেপ্লাই দেওয়ার চেষ্টা করবো।
ভাল থাকবেন।