অনলাইনে আয় করতে কি কি জিনিস দরকার ও জানা থাকতে হয় ?

What are the requirements for earning online?

বর্তমানে অনলাইনে আয় করা কথাটা খুবই প্রচলিত কথা হয়ে দাড়িয়েছে ।তাই এখন অনেকে কথায়

কথায়ই বলেই ফেলে যে সেও অনলাইন থেকে আয় করতে চাই। কিন্তু তাদের মধ্যে অনেকেই রয়েছে যারা

এখনো জানে না যে অনলাইন থেকে কিভাবে আয় করতে হয় এবং তার জন্য কি কি জিনিসের দরকার

হয়। এ বিষয় সর্ম্পকে না জানলে আপনি কোন অবস্থায় অনলাইন থেকে আয় করতে পারবেন না ।   

 তাহলে আপনি কিভাবে আশা করতে পারেন যে আপনি ও অনলাইনে আয় করতে পারেবেন। এর জন্য

সাধারণত আমাদের দেশের বেশিরভাগ মানুষই অনলাইন থেকে আয় করতে গেলে ব্যার্থ হয়ে ফিরে

আসে। যা খুবই দুঃখজনক ব্যাপার। আপনাদের কথা চিন্তায় রেখে আজকের এই আটির্কেলে আমরা

জানবো যে অনলাইনে আয় করতে হলে ঠিক কি কি জিনিস দরকার হয় এবং ঠিক  কি কি বিষয় গুলো

জানা থাকতে হয় । সে সর্ম্পকে আলোচনা করবো। আশা করি আপনাদের ভাল লাগবে।

অনলাইনে কাজ করতে কি কি জিনিস দরকার হয় তা হলো:

1. কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে :

আপনি অনলাইন থেকে আয় করতে চা্ইলে আপনার যে জিনিসটি আগে দরকার হবে তা হলো একটি

কম্পিউটার বা ল্যাপটপ থাকতে হবে। যেটা ছাড়া আপনি কোন ভাবেই অনলাইনে আয় করতে পারবেন

না।কম্পিউটার ছাড়া তো আপনি ইন্টারনেটই ব্যবহার করতে পারবেন না আর ইন্টারনেট থেকে আয়

করা তো অনেক দূরের কথা ।

2. ইন্টারনেট সংযোগ থাকতে হবে :

অনলাইনে কাজের জন্য শুধু মাএ কম্পিউটার থাকলে হবে না সাথে ইন্টারনেট সংযোগ থাকতে

হবে।না হলে আপনি তো ইন্টারনেটে ব্রাইজ ও কাজ করতে পারবেন না । আর ইন্টারনেট বা অনলাইনে

থেকে আয় করতে হলে আপনার অবশ্যই ইন্টারনেট সংযোগ থাকত হবে ।কম্পিউটারে ইন্টারনেট সংযোগ

দেওয়ার জন্য দুটি উপায় রয়েছে একটি হলো ব্রাডব্রেন্ড আর একটি হলো মোবাইল সিমের ডাটা দিয়ে

মডেমের মাধ্যমে।

এ দুটির মধ্যে যেকোন একটি ব্যবহার করতে পারেন।

3.বিভিন্ন প্রয়োজনীয় সফটওয়্যার থাকতে হবে:

অনলাইনে কাজ করতে আপনাকে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় সফটওয়্যার দরকার হয়। তার কারন

অনলাইনে এমন অনেক ধরনেরকাজ রয়েছে যা পুরোটাই কোন না কোন সফটওয়্যারের মাধ্যমে করতে হয়।

যেমন : আপনি যদি গ্রাফিক্স ডিজাইন এর কাজ করতে চান তাহলে অবশ্যই আপনার এডোবি ফটোশপ ও

এডোবি ইলাস্ট্রেটর সফটওয়্যার দুটি সম্পর্কে জানতে হবে ও দুটি সফটওয়্যার আপনার কম্পিউটারে

থাকতে হবে।এ রকম বিভিন্ন বিষয়ে বিভিন্ন সফটওয়্যার আপনার দরকার হবে যখন আপনি অনলাইন

থেকে আয় করতে চাইবেন।

4. যে কোন একটি কাজে দক্ষতা থাকতে হবে:

অনলাইনে আয় করতে হলে আপনাকে অবশ্যই ইনটারনেট ও কম্পিউটার ভিত্তিক কোন না কোন একটি

একটি কাজে দক্ষতা অর্জন করতে হবে । তা না হলে আপনি কোন কাজই করতে পারবেন না।আপনি যে

যে কাজ গুলোতে দক্ষতা অর্জন করতে পারেন তা হলো :গ্রাফিক্স ডিজাইন, ওয়েবডিজাইন ও

ডেভোলপমেন্ট, ফটোইডিটিং, ভিডিও ইডিটিং, সার্চ ইন্জিন অবটিমাইজেশন, এপ ডোভোলপমেন্ট,

আটির্কেল রাইটিং ইত্যাদি।

5. ইংরেজিতে দক্ষতা থাকতে হবে:

এমনিতে আমরা যখন কোন কাজ করি তখন আমাদের সাধারণত আমাদের আশে পাশে থাকা মানুষদের

সাথেই কমিনিকেশন করতে হয় এবং আমরা সাধারণত সেইসব মানুষের সাথে নিজেরদের লোকাল

ভাষাতেই যোগাযোগ করি এবং সেই কাজটি ও সঠিকভাবে শেষ করতে পারি।কিন্তু আমরা যখন

অনলাইনে কাজ করতে যাবো তখন কিন্তু সেটা শুধু আমাদের আশেপাশে মানুষদের সাথেই থাকবে না

কারণ অনলাইন মানে পুরো পৃথিবী থেকে যে কেউই যুক্ত হতে পারে ।যেহুতু পুরো পৃথিবীর ভাষা সব

জায়গায় এক না তাই অনলাইনে কাজ করার ক্ষেত্রে সকলেই সাধারণত অন্তর্জাতিক ভাষা অর্থাৎ

ইংরেজিতেই কথা বলে থাকে ।তাই আপনি যদি পুরো পৃথিবী জুড়ে কাজ করতে চান অনলাইনের মাধ্যমে

তাহলে আপনাকে অবশ্যই ইংরেজি জানতে হবে।

6. পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে:

আপনি অনলাইনে কাজ করুন আর এমনিতে বাস্তবে কাজ করুন , যেখানেই করুন না কেন পরিশ্রম

আপনাকে করতেই হবে।কারণ আপনি যদি যে কোন কাজে ভালো করতে চান তাহলে অবশ্যই আপনাকে

পরিশ্রম করতে হবে।অনেকে কিছু ভুল ধারনা নিয়ে অনলাইনে আসে।অনেকেই দেখা যায় যে তারা

এমনিতে যে কোন কম্পানিতে জব করতে থাকে অথবা কোন ছোটখাত ব্যবসা করতে থাকে তারা যখন

অনলাইনে আয়ের কথা জানতে পারে তাদের মধ্যে বেশিরভাগই আসে এই বলে যে বাস্তবে কাজ করতে

অনেক বেশি কষ্ট অনেক বেশি পরিশ্রম, অনলাইনে কাজ করতে তেমন কোন কষ্ট নাই, কোন পরিশ্রম

লাগে না ।কিন্তু আমি বলছি এটা সম্পূর্ণই ভুল একটি ধারণা অনলাইনে আপনি ভালো মত কাজ করতে

পারলে অনেক ভালো আয় করতে পারবেন তবে এর জন্য আপনাকে অবশ্যই বাস্তবের চেয়ে বেশি পরিশ্রম

করতে হবে ।

তাই অনলাইন মানেই যে আরাম সেটা বলতে পারবেন না তবে হ্যা আপনি যদি প্রথম দিকে একটু পরিশ্রম

করে কিছু একটা অটোমেটিক পদ্ধতি বের করে ফেলতে পারেন তখন আপনি কাজ করুন আর না করুন

আপনার আয় আসতেই থাকবে। তবে সেটা অনেক পরের কথা।

৭. সমস্যার সমাধান খুজে বের করার যোগ্যতা থাকতে হবে:

আপনি যখন অনলাইনে কাজ করতে যাবেন তখন আপনাকে বিভিন্ন রকম সমস্যায় পরতে হতে পারে।

কারণ কোন মানুষই সব কিছু শিখতে পারে না শত শেখার পর ও অনেক কিছু শেখা বাকি থেকে যায় যা

প্রকৃত কাজ করার সময়ই ধরা যায় বা বুজা যায় যে আমি এই জিনিসটা ভালোভাবে শিখি নাই বা এটা

আমি জানি না তখন সেই সমস্যাগুলো সমাধান না বের করতে পারলে আপনি কিন্তু কোন ভাবেই সেই

কাজটি সঠিকভাবে করতে পারবেন না।বর্তমানে আপনি যদি ইন্টারনেট ভালোভাবে ব্যবহার করতে

জানেন তাহলে কোন সমস্যাই এখন আর সমস্যা নয় কারণ সকল সমস্যার সমাধান আপনি এখন গুগল

ইউটিউব বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে পেয়ে যাবেন ।তবে আপনাকে একটু কষ্ট করে খুজে নিতে হবে

।তাই অনলাইনে আয় করা শুরু করার আগেই এই বিষয়টাতে দক্ষতা অর্জন করতে হবে।তা না হলে

আপনি নানা সমস্যায় পরবেন এবং কোন কাজই আপনি সঠিকভাবে করতে পারবেন না।অবশেষে হাল

ছেড়ে দিতে হবে । আমি বলি বন্ধু আপনি যেকাজ টি করবেন সেটা যদি মনোযোগ দিয়ে করতে পারেন

এবং আপনার ধৈয্য শক্তি যদি অটুট থাকে তবে আপনি জয় পাবেন ।

ভাল থাকবেন।।

Leave a Comment